ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

দায়িত্ব নিয়েই চমক দিলেন মেয়র জোহরান মামদানি

২০২৬ জানুয়ারি ০২ ১৩:২০:৫৪

দায়িত্ব নিয়েই চমক দিলেন মেয়র জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই শহরকে “পুনরায় গড়ে তোলার” প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, শহরে নতুন যুগের সূচনা হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে।

৩৪ বছর বয়সি মামদানি ইতিহাস গড়ে শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভুত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া, কুরআন স্পর্শ করে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র হিসেবে তার নামও লিখিত হলো।

মেয়র মামদানি বলেন, “আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হবো না, তবে চেষ্টা করার সাহস কখনো হারাব না।” তিনি আরও বলেন, “আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতে শাসন করব। আমাকে কখনো চরমপন্থি বলা হলেও নীতি ত্যাগ করব না।”

শপথ গ্রহণের পর, মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর থেকে দেওয়া সব নির্বাহী আদেশ বাতিল করেছেন। তবে কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনঃপ্রকাশের পরিকল্পনা রয়েছে।

মেয়র বলেন, “কাজ কেবল শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়।” নতুন প্রশাসন শহরের বাসভবন, স্বাস্থ্য, ভাড়া এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়নে মনোযোগ দেবে। পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে চাইল্ডকেয়ার, বিনামূল্যে বাস, প্রায় ১ মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহরের পরিচালিত নতুন গ্রোসারি স্টোর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১১তম মেয়র হিসেবে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৪ মিনিটে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে কুরআন স্পর্শ করে শপথ গ্রহণ করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস, যাকে মামদানি তার রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে মনে করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স উপস্থিত ছিলেন, এছাড়া ডেমোক্র্যাটের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওক্যাসিও-কোর্টেজও ছিলেন অনুষ্ঠানে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত