ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

‘খালেদা জিয়া কখনও আধিপত্যবাদী অপরাজনীতির কাছে মাথা নত করেননি’

২০২৫ ডিসেম্বর ৩১ ২০:৫৯:০১

‘খালেদা জিয়া কখনও আধিপত্যবাদী অপরাজনীতির কাছে মাথা নত করেননি’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই দায় থেকে তিনি কখনও মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার জানাজার আগে তাঁর সংক্ষিপ্ত জীবনী পাঠকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “দেশবাসী সাক্ষী, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ কারাবাস এবং উপযুক্ত চিকিৎসার অভাবে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে দীর্ঘ চার বছর গৃহবন্দি করে রাখা হয় এবং জীবনসঙ্কটাবস্থায়ও তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। মূলত চিকিৎসার এই অভাবই তাঁর মৃত্যুকে ত্বরান্বিত করেছে।”

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে তিনি বলেন, “স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে এক-এগারোর সরকার এবং সর্বশেষ ফ্যাসিবাদী শেখ হাসিনা—সবাই তাঁকে দমানোর চেষ্টা করেছে। কিন্তু তিনি কখনও আধিপত্যবাদী অপরাজনীতির কাছে মাথা নত করেননি। শহীদ স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে তাঁকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় ১৭ বছরের সাজা দেওয়া হয়েছে, তবুও তিনি জনগণের ভোটাধিকার আর মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে ছিলেন অনড়।”

নজরুল ইসলাম খান বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করে বলেন, “আজ দেশনেত্রী সব মিথ্যা কলঙ্ক থেকে মুক্ত হয়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের সামনে জানাজায় শুয়ে আছেন। অন্যদিকে, যারা তাঁকে কষ্ট দিয়েছে, তারা আজ পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে; তাদের মাথায় ঝুলছে মৃত্যু পরোয়ানা। এটাই ইতিহাসের বিচার।” তিনি বেগম জিয়ার সেই বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “তিনি সবসময় বলতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। তিনি জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আজীবন জনগণের সাথেই থেকেছেন।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন থেকেই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত