ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
‘বেগম জিয়ার মৃ’ত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এই শূন্যতা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার আন্দোলনেও এটি গভীর প্রভাব ফেলবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন একটি সংবাদ নিয়ে জাতির সামনে দাঁড়াতে হবে এটা তারা কখনো কল্পনাও করেননি। আগেরবারগুলোর মতো এবারও আশা ছিল, তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বাস্তবতা সবাইকে গভীর শোকে নিমজ্জিত করেছে। তিনি জানান, ডক্টর শাহাবুদ্দিন ইতোমধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে আজ ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি বলেন, “আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আজ আমাদের ছেড়ে চলে গেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন।”
তিনি আরও বলেন, এই ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়। সারাজীবন জনগণের অধিকার, কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করা এই নেত্রীকে জাতি কোনোদিন ভুলতে পারবে না। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের জন্য এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মৃত্যুর মাধ্যমে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে বেগম খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ তার শেষকৃত্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সব সিদ্ধান্ত সমন্বয় করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি