ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
রাজনৈতিক ব্যস্ততায় বিনিয়োগকারীরা, শেয়ারবাজারে শ্লথ গতি
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমে গেছে।
লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও অল্প সময়ের মধ্যেই বাজারে পতন দেখা দেয়। পরবর্তীতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করলেও আগের অবস্থানে ফিরতে পারেনি। বাজার সংশ্লিষ্টদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই বর্তমানে শেয়ারবাজারে লেনদেনের এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। কে কোন আসনে মনোনয়ন পেল—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যস্ততা বাড়ছে, তেমনি বিনিয়োগকারীদের মধ্যেও নির্বাচন নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে।
তাদের মতে, বর্তমানে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার চেয়ে নির্বাচনী পরিস্থিতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। ফলে শেয়ারবাজারে লেনদেনের গতি শ্লথ হয়ে পড়েছে। তবে নির্বাচন পরবর্তী সময়ে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১.৫৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৯.৯৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৭.৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে এবং ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৮৫ কোটি ৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ১২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৯.৯১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬.১৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি