ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

৪ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসির গেজেট প্রকাশ

২০২৫ ডিসেম্বর ২৬ ১৮:৩৮:২৯

৪ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসির গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। আসনগুলো হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪।

পাবনা জেলার সীমানা পরিবর্তন:

গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (আসন নং ৬৮) এখন থেকে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে গঠিত হবে। এর মধ্যে রয়েছে বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।

অন্যদিকে, পাবনা-২ (আসন নং ৬৯) আসনে অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্টাংশ (পাবনা-১ এ অন্তর্ভুক্ত এলাকাগুলো ব্যতীত)।

ফরিদুপর জেলার সীমানা পরিবর্তন:

ফরিদপুর-২ (আসন নং ২১২) আসনের সীমানায় রাখা হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলাকে। এছাড়া ফরিদপুর-৪ (আসন নং ২১৪) আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা নিয়ে।

নির্বাচন কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নতুন সীমানার ভিত্তিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত