ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

২০২৫ ডিসেম্বর ২৬ ১৩:৩৯:৪৯

হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রভাবশালী অফিসিয়াল ফেসবুক পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক সরানো হয়েছে। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজ রিমুভ হওয়ার ঘটনা শুক্রবার (২৬ ডিসেম্বর) তারিখে সংবাদে আসে।

আসিফ মাহমুদ আরেকটি ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, তার অফিসিয়াল পেজটি কেন বন্ধ করা হয়েছে তা তিনি অবগত হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাইয়ের সাথে সম্পর্কিত সমস্ত পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের কারণে তার ৩০ লক্ষাধিক ফলোয়ারের অফিসিয়াল পেজটি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করেছে।

এছাড়া আসিফ মাহমুদ দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পেজটি লক্ষ্যবস্তু করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওকেও স্ট্রাইক করা হয়েছে, যা তার পেজ বন্ধ হওয়ার অন্যতম কারণ বলে তিনি মনে করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত