ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:৩০:১৬

তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিবাচক অর্জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক। রাজনৈতিক ভিন্নমতের কারণে তিনি ও তাঁর পরিবার দীর্ঘ সময় রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং তাঁকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ।

নাহিদ ইসলাম আরও লেখেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাস্তবতায় আজ এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক নেতারা নিজ দেশে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ভবিষ্যতে যেন ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়তে না হয়—এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রই এনসিপির প্রত্যাশা।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অবরুদ্ধতা কাটিয়ে বাংলাদেশ এখন মুক্ত ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে। এই পথে প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।

নাহিদ ইসলাম মনে করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের কাঠামোকে আরও সুসংহত করবে এবং রাজনৈতিক অংশগ্রহণকে বিস্তৃত করবে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তাঁর ভূমিকা ইতিবাচক ও ফলপ্রসূ হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত