ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:২২:২১


শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়োদিন উদযাপন করছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, তিনি সত্যিকারের বাংলাদেশি স্টাইলে উৎসব পালন করছেন।

তিনি টাঙ্গাইলের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

বড়োদিনের প্রাক্কালে ঢাকার বিভিন্ন দূতাবাসও শুভেচ্ছা পাঠিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের মিশনগুলো তাদের শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকে বড়োদিন উদযাপন করে সারাহ কুক কূটনীতিক ও সাংস্কৃতিক সংমিশ্রণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অনুষঙ্গ দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক কূটনীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত