ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
‘বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ শিক্ষকও যোগ্য নন’
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং শিক্ষক নিয়োগের মান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের মাত্র ১৫ শতাংশও যোগ্য নন এবং ’৭৩ সালের অধ্যাদেশ সংস্কার ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব নয়।
সালাহউদ্দিন বলেন, “আমি না থাকলেও অন্তত ’৭৩-এর অধ্যাদেশ পরিবর্তনের ডাক দিন। এ দেশে পরিবর্তন হতে রক্ত দিতে হয়। আমার রক্ত ঝরার পর যদি শাহবাগে আন্দোলন হয়, তাহলে আগামী ২০ বছরে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীদের মান বোঝা যাবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের ম্যুরাল রাখবো না, নাম রাখবো না এ ধরনের বিতর্কে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখন পর্যন্ত কিছু বলবে না, যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থে আঘাত না লাগে। মুজিবের সময়ে করা ’৭৩-এর অধ্যাদেশের অনিয়ন্ত্রিত ক্ষমতা ও সুবিধা বাতিলের দাবি এখন তোলার সময়।”
রাকসু জিএস শিক্ষকদের বর্তমান অবস্থার সমালোচনা করে বলেন, “কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার করা যাবে না। প্রকৃত শিক্ষক কম, শিক্ষক নামক পদে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা বেশি।”
তিনি ’৭৩-এর অধ্যাদেশের বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন, শিক্ষার্থী ও ক্যাম্পাস রাজনীতি, শিক্ষক সমিতির রাজনৈতিক ব্যবহার এবং প্রশাসনিক সিদ্ধান্তে দলীয় প্রভাব এই সমস্ত নিষেধাজ্ঞা আজ অধিকাংশ শিক্ষক নিয়মিতভাবে লঙ্ঘন করছেন।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ক্যাম্পাসে যে নিয়োগ হচ্ছে, তা প্রকৃত শিক্ষক নিয়োগ নয়, বরং ভোটার নিয়োগ। শিক্ষক সমিতির ভোটার পাওয়া মানেই বড় অর্জন হিসেবে দেখা হয়।”
সালাহউদ্দিন আম্মার বলেন, “নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও অধ্যাদেশ লঙ্ঘন এই তিনটি মানদণ্ডে ৯৯ শতাংশ শিক্ষক যুক্ত। শিক্ষাপন্থি শিক্ষক কম, রাজনৈতিক প্রবণতাসম্পন্ন শিক্ষক বেশি। আমি নিজে তাদের দুয়ারে ঘুরে দোয়া নিয়ে আসব।”
তিনি জোর দিয়ে বলেন, “যেদিন শিক্ষকরা নিজেরাই অনিয়ন্ত্রিত ক্ষমতা ও অযৌক্তিক সুবিধা প্রত্যাখ্যান করবে, সেদিন আমি ক্যাম্পাসের সবচেয়ে ভদ্র ছাত্র হয়ে উঠব। আমি বেয়াদব হলেও জীবন এই উদ্দেশ্য নিয়ে কাটাতে চাই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ