ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধনের সময় বাড়াল ইসি

২০২৫ ডিসেম্বর ২৫ ১৫:৫৩:৪৭


পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধনের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিবন্ধনের সময়সীমা৩১ ডিসেম্বর ২০২৫পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই সময়ের মধ্যে পোস্টাল ভোটিংয়ের জন্য নাম নিবন্ধনের সুযোগ পাবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তিতে জানায়।

ইসি’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ তারিখ৩১ ডিসেম্বর ২০২৫পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তামো. রুহুল আমিন মল্লিকপূর্বের বার্তা মুছে দিয়ে ৩১ ডিসেম্বরকে নিবন্ধনের শেষ দিন হিসেবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

এর আগে, বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিবআখতার আহমেদজানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত ছিল, যা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনও নিবন্ধন করেননি, তারা৩১ ডিসেম্বরের মধ্যেনিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নতুন সিদ্ধান্তের ফলে ভোটারদের আর সময় সংকট নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এবং পোস্টাল ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছে ইসি। নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না এবং ভোটারদের সময়সীমা মেনে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত