ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
দিপু চন্দ্র দাস হত্যায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে জোরপূর্বক চাপ সৃষ্টি করা হয়েছিল—এমন তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় নতুন করে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে ওই ছয়জনকে আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালি থানার নূর আলম (৩৩), তারাকান্দা থানার শামীম মিয়া (২৮), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির রুহুল আমিন (৪২), নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়া (২২) এবং মাদারীপুরের শিবচরের মাসুম খালাসী (২২)।
এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতাররা দিপু চন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় তিনি পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ভেতরে অবস্থান করছিলেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। রাত আনুমানিক ৯টার দিকে তাকে কারখানা থেকে বের করে দিলে উত্তেজিত জনতা তার ওপর হামলা চালায়।
গণপিটুনির একপর্যায়ে ঘটনাস্থলেই দিপু চন্দ্র দাসের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ লোকজন তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এরপর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রথম দফায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন, কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেনসহ কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় কর্মরত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ