ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

যানশূন্য বিমানবন্দর এলাকা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

২০২৫ ডিসেম্বর ২৫ ১২:০২:৫৮

যানশূন্য বিমানবন্দর এলাকা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর কুড়িল থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও, মহাখালী, বনানী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে সাধারণ যাত্রীবাহী বাসের দেখা নেই বললেই চলে। অধিকাংশ বাসই রাজনৈতিক কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে দূর-পাল্লার যাত্রী ও বিদেশফেরত প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। অনেককে দেখা গেছে মাথার ওপর ভারী লাগেজ নিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

ময়মনসিংহ থেকে আসা সিনথিয়া রহমান নামে এক যাত্রী জানান, ট্রেন থেকে নেমে তিনি মহাখালী যাওয়ার কোনো বাস পাচ্ছেন না। এমনকি বাইক বা সিএনজিও মিলছে না। একই অবস্থা ফিরোজ নামে এক ব্যক্তির, যিনি নরসিংদী যাওয়ার জন্য মালামাল মাথায় নিয়ে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। নারী ও শিশুদের নিয়ে সাধারণ মানুষের এই দীর্ঘ পদযাত্রা এখন রাজধানীর উত্তর প্রান্তের সাধারণ চিত্র।

এদিকে, তারেক রহমানকে বরণ করতে পূর্বাচলের ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় ৪৮ বাই ৩৬ ফুটের এক বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে জমায়েত হচ্ছেন।

দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। জনসমাগম ও নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো বিমানবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা চৌকি ও চেকপোস্ট বসানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত