ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন: সপরিবারে দেশের মাটিতে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২০২’ ড্রিমলাইনার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রিয় নেতার আগমনে বিমানবন্দর এলাকায় তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ও ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হওয়া ফ্লাইটটি আজ সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দেয়। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষ করে ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। দেশের মাটিতে প্রবেশের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তারেক রহমান। তিনি লেখেন, "দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।"
তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি সেখানে যাবেন এবং অপেক্ষমাণ কয়েক লক্ষ নেতাকর্মীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর তিনি তাঁর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে তাঁর গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে তিনি দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন সেখানে অবস্থান করেন। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য মামলায় জর্জরিত ছিলেন এবং প্রবাসে থেকেই দলের হাল ধরেছিলেন। অবশেষে ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো দেশবাসী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে