ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

গণসংবর্ধনায় এক মঞ্চে যুগপৎ শরিক ও বিএনপি

২০২৫ ডিসেম্বর ২৫ ১৬:৩৩:৪৭

গণসংবর্ধনায় এক মঞ্চে যুগপৎ শরিক ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শক্ত উপস্থিতি দেখা গেছে। সংবর্ধনা মঞ্চে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের নেতারাও একসঙ্গে উপস্থিত হন।

গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজসহ যুগপৎ আন্দোলনের একাধিক নেতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। সেখানে পৌঁছালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের নেতারাও তারেক রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তারেক রহমান যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঐক্যের বার্তা দেন।

এর আগে ঢাকায় পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এবং উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত