ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
১৮ বছরের নির্বাসন শেষে আজ মধ্যরাতে দেশের পথে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটে সপরিবারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জায়মা রহমানও থাকছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন।
বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস) এলাকায় বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন। সেখানে তিনি একক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। দলটির আশা, এই সংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের জনসমাগম ঘটবে। এরপর তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফিরবেন।
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন। ওই দিনই তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন।
তারেক রহমানের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করে সরাসরি সংবর্ধনা স্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়ে তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা পাওয়া যাচ্ছে। তারা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দাবি না করলেও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর দীর্ঘ সময় ধরে প্রবাসে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে