ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

‘তারেক রহমানের প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে সরকার’

২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:১৪:৪১

‘তারেক রহমানের প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ইতিবাচকভাবে দেখছে অন্তর্বর্তী সরকার। তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীরা তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে প্রেস সচিব বিস্তারিত ব্যাখ্যা দেন।

শফিকুল আলম বলেন, তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিএনপি যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা চেয়েছে, সে অনুযায়ী বড় ধরনের রাজনৈতিক বিষয়গুলোতে পার্টির সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে নির্দিষ্টভাবে এসএসএফ বা অন্য কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে কি না সে বিষয়ে দলটির পক্ষ থেকেই স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, সরকারের দিক থেকে তারেক রহমানের জন্য পর্যাপ্ত ও মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত