ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

সূচক বাড়লেও লেনদেনে সংযত বিনিয়োগকারীরা

২০২৫ ডিসেম্বর ২৪ ১৪:৫৫:৩১

সূচক বাড়লেও লেনদেনে সংযত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (২৫ ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সরকারি ছুটির কারণে অফিস-আদালত, ব্যাংকসহ শেয়ারবাজার বন্ধ থাকবে। সে কারণে আজ (২৪ ডিসেম্বর) চলতি সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। দিনটিতে শেয়ারবাজারের সূচক উর্ধ্বমুখী থাকলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বাজারের এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে লেনদেনে অংশ নিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, টানা দরপতনের পর গত সোমবার শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যায়। পরদিন মঙ্গলবার সূচকে সামান্য সংশোধন হলেও সার্বিক বাজার পরিস্থিতি ইতিবাচক ছিল। সেই ধারাবাহিকতায় আজ সূচক আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় সূচক বাড়লেও লেনদেনের অংক কমেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৮৩.৫৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮.৬৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮২.৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৮টির দর বেড়েছে, ১২৬টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪০৭ কোটি ৪১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬৯ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৫.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭.৭২ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত