ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

বিএসইসির নতুন নিয়মে ঝুঁকিতে ৩১ মিউচুয়াল ফান্ড

২০২৫ ডিসেম্বর ২৪ ০০:০৮:১৯

বিএসইসির নতুন নিয়মে ঝুঁকিতে ৩১ মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন প্রজ্ঞাপনের ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩১টিই অবসায়ন (Liquidation) অথবা ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরিত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। গত ১২ নভেম্বর প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, কোনো ফান্ডের গড় বাজারমূল্য যদি তার ইস্যু মূল্য বা নিট সম্পদ মূল্যের চেয়ে ২৫ শতাংশের বেশি কমে যায় এবং তা টানা ছয় মাস বজায় থাকে, তবে সংশ্লিষ্ট ট্রাস্টিকে ইউনিট হোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং রিলায়েন্স ওয়ান—এই তিনটি ফান্ড ছাড়া বাকি ৩১টি ফান্ডই বিএসইসির নির্ধারিত সীমার নিচে অবস্থান করছে। নতুন নিয়ম অনুযায়ী, এই ফান্ডগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গোপন ব্যালটের মাধ্যমে ইউনিট হোল্ডারদের তিন-চতুর্থাংশ বা ৭৫ শতাংশ ভোটের প্রয়োজন হবে। সভায় ফান্ড ম্যানেজার বা ট্রাস্টি পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবেন বিনিয়োগকারীরা।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বছরের পর বছর ধরে বিনিয়োগকারীরা ন্যায্য ডিভিডেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ফান্ড তাদের ঘোষিত সম্পদ মূল্যের চেয়ে অনেক কম দামে লেনদেন হচ্ছে, যা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। তিনি আরও স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতে আর কোনো ক্লোজ-এন্ড ফান্ড অনুমোদিত হবে না এবং বিশ্বব্যাপী এই মডেলটি ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কমিশন মূলত বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ফান্ড খাতে শৃঙ্খলা ফেরাতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

তবে বাজার সংশ্লিষ্টদের কেউ কেউ এই উদ্যোগকে সাধুবাদ জানালেও কিছু ঝুঁকির কথা বলছেন। তাঁরা বলছেন, সব ফান্ড একসাথে অবসায়ন বা রূপান্তর করতে গেলে বাজারে বড় ধরনের বিক্রয় চাপ তৈরি হতে পারে। তাঁদের মতে, সম্পদ মূল্যের স্বচ্ছ রিপোর্টিং নিশ্চিত করা এবং ফান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তা আর না বাড়িয়ে সরাসরি টাকা ফেরত দেওয়ার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। অন্যথায় ভালো পারফর্ম করা ফান্ড ম্যানেজাররাও খাতের সামগ্রিক দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত