ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও, আজ থেকে কার্যকর

২০২৫ ডিসেম্বর ২৩ ১২:৩৪:৩৩

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রুপার দামও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রুপার দাম ভরিতে ৩৮৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।

সবশেষ গত ২২ ডিসেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

বাজুস আরও জানিয়েছে, এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশাভেদে মজুরির পরিমাণ আরও বাড়তে পারে। উল্লেখ্য, চলতি ২০২৫ সালে এ পর্যন্ত ১১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৮ বারই দাম বেড়েছে।

একই বিজ্ঞপ্তিতে স্বর্ণের দামও পুনরায় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। প্রতি ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত রেকর্ড ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬১ বারই দাম বাড়ানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত