ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নরসিংদী থেকে আটক আতাউর রহমান বিক্রমপুরী

২০২৫ ডিসেম্বর ২৪ ১৪:৫৪:৪৯

নরসিংদী থেকে আটক আতাউর রহমান বিক্রমপুরী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনটি কারণে তিনি বিশেষভাবে আলোচনায় এসেছিলেন।

ডিএমপির বুধবারের এক বার্তায় বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে তার ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিষয়ে লেখালেখি করছেন। ভৈরব থেকে বাসে ঢাকা আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছে বলে অনুসারীরা দাবি করেছেন।

প্রত্যক্ষভাবে জানা যায়নি, তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না বা কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত