ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ

২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৫৫:১৩

৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দিত্বকে ঘিরে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর সঙ্গে কোনো ব্যক্তি বা নেতার সাক্ষাৎ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার, যা নিয়ে পরিবার ও দলীয় মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এই সময়ের মধ্যে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রাখা হবে।

জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে মন্ত্রী বলেন, কারাগার কোনো রাজনৈতিক দলের কর্মকেন্দ্র হতে পারে না। তাঁর দাবি, পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে, যা পরিস্থিতি আরও জটিল করছে।

পিএমএল-এন নেতা আরও বলেন, অতীতে আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা নিয়মিতভাবে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করলেও সরকার তখন কোনো বাধা দেয়নি। তবে তাঁর অভিযোগ, সেই সাক্ষাৎগুলোর পর বাইরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক বয়ান ছড়ানো হয়েছে, যা আন্তর্জাতিক বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পিটিআই নেতা আলী জাফর বলেন, সংবিধান অনুযায়ী দীর্ঘ সময় সাক্ষাৎ বন্ধ রাখা কার্যত ‘নির্জন কারাবাস’, যা নির্যাতনের শামিল। তিনি মন্ত্রীর বক্তব্যকে মানবাধিকার ও দেশীয়-আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন।

এদিকে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছেন, যে পরিবেশে ইমরান খানকে রাখা হয়েছে, তা অমানবিক বা অপমানজনক আচরণের পর্যায়ে পড়তে পারে যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে তাঁর বোনসহ পিটিআই নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যা নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত