ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

২০২৫ ডিসেম্বর ২৩ ২১:২২:৩০

বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে একটি সুশাসন, ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন, জনগণের অধিকার সংরক্ষিত রাষ্ট্রকাঠামো তৈরি করতে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে ‘জুলাই সনদ’ নামে একটি কাঠামো প্রস্তাব করেছে, যা জাতির কাছে গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহ্পুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ১২ নং ওয়ার্ডের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং জেলা ছাত্রবিষয়ক সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্লা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী গণভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে হবে, যা অর্থাৎ দুর্নীতি, ফ্যাসিজম, দলীয়করণ, ভিন্নমতের প্রতি দমন না করা এবং বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানানো। এতে দেশবাসী বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে এগোবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সকল রাজনৈতিক দলের অধিকার সমানভাবে রক্ষা পায়। বর্তমানে দেশের সহিংসতা, সন্ত্রাস ও গুলি বর্ষণের ঘটনায় জাতি উদ্বিগ্ন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সকল মহলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

এর আগে সকাল ৯টায় ফুলতলা উপজেলায় ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত