ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক: এক ওভারে পাঁচ উইকেট

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:৫৯:৪৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক: এক ওভারে পাঁচ উইকেট

সরকার ফারাবী: ক্রিকেট দুনিয়ায় এক নজিরবিহীন মুহূর্ত উপহার দিলেন ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো এক ওভারে পাঁচটি উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই বোলার।

মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে ঘটে এই অবিশ্বাস্য কীর্তি। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫তম ওভারে হঠাৎ করেই ধসে পড়ে কম্বোডিয়ার ইনিংস। সে সময় তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। ঠিক তখনই বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের করে নেন প্রিয়ান্দানা।

নিজের সেই ওভারের প্রথম তিন বলেই টানা তিন ব্যাটারকে ফিরিয়ে এনে পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলটি ছিল নিখুঁত ডট। এরপর পরের দুই বলে আরও দুটি উইকেট তুলে নেন তিনি। শেষ দুই উইকেট পড়ার ফাঁকে কম্বোডিয়া একটি ওয়াইড থেকে মাত্র এক রান আদায় করতে পারে। এই বিধ্বংসী ওভারের পর শেষ পর্যন্ত তারা ৬০ রানে পরাজিত হয়।

বল হাতে ইতিহাস গড়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন প্রিয়ান্দানা। ইনিংসের শুরুতে ওপেনিংয়ে নেমে তিনি ১১ বলে ৬ রান করেন। তবে ইন্দোনেশিয়ার বড় সংগ্রহের ভিত গড়ে দেন অপর ওপেনার ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে দলের জয়ের ভিত্তি তৈরি করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি প্রথমবার হলেও, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির আগে দেখা গেছে দু’বার। ২০১৩–১৪ মৌসুমে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। এরপর ২০১৯–২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার পাঁচ ব্যাটারকে এক ওভারে সাজঘরে ফেরান অভিমন্যু মিথুন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চার উইকেট পড়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। তবে এবার প্রথমবারের মতো একটি ওভারে পড়ল পাঁচটি উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্থায়ীভাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ