ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
শহীদ জিয়া ছিলেন প্রকৃত রাষ্ট্র নির্মাতা ও ক্ষণজন্মা দেশপ্রেমিক: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক এবং প্রকৃত অর্থেই একজন সফল রাষ্ট্র নির্মাতা। তিনি তাঁর সততা ও মেধা দিয়ে ধ্বংসপ্রায় একটি অর্থনীতিকে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান: বাংলাদেশের পররাষ্ট্রনীতি, উন্নয়ননীতি ও ফারাক্কা চুক্তি’ শীর্ষক এই প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন যোগ্য ও মেধাবী মানুষকে ছাড়া দেশ গড়া সম্ভব নয়। তাই তাঁর প্রথম মন্ত্রিসভাটি ছিল ‘গ্যালাক্সি অব ইন্টেলেকচুয়ালস’, যেখানে দেশের শ্রেষ্ঠ মেধাবীরা স্থান পেয়েছিলেন। কৃষি, শিল্প, অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতি—সব ক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
জিয়াউর রহমানের বৈদেশিক নীতির প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষা করে চীন, ভারত, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি ছিল অনন্য। তিনি দুর্নীতির বিরুদ্ধে ছিলেন আপসহীন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে শাসনকাজ পরিচালনা করতেন। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, যারা বাংলাদেশকে চায়নি, তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছিল এবং আজও সেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের ‘নেশন বিল্ডার’। তিনি জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। তাঁর অকাল মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পিআইবি-র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অর্জন। তিনি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা রাষ্ট্রপ্রধান হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শনকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল