ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
স্বরাষ্ট্র উপদেষ্টা
'অপারেশন ডেভিল হান্টে ১৩ হাজার গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই দুই উৎসবে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না এবং রাস্তা অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
সভায় বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার পাশাপাশি দেশের রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সম্প্রতি হামলার শিকার হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকদের নিরাপত্তার স্বার্থে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের বাসভবনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পত্রিকা দুটির অফিসে হামলার ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' এর অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ হাজার ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সারাদেশে প্রায় ২ হাজার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী, বাবা-মা ও শ্যালকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা জানান, পুলিশ সদস্যদের প্রশিক্ষণের দুই-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বড়োদিন উপলক্ষে রাজধানীর গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে এবং গির্জাগুলোতে নিবিড় নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল