ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ভারতের বিপক্ষে জয়েও এএফসির জরিমানা গুণতে হল বাংলাদেশকে

২০২৫ ডিসেম্বর ২০ ১৭:৩০:১৯

ভারতের বিপক্ষে জয়েও এএফসির জরিমানা গুণতে হল বাংলাদেশকে

সরকার ফারাবী: দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষা শেষে ১৮ নভেম্বর বাংলাদেশের জাতীয় ফুটবল দল ইতিহাস সৃষ্টি করেছেন। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রতিভাবান তরুণ ফুটবলার মোরসালিন, যাকে চমৎকার সমন্বয়ে সহায়তা করেন রাকিব হোসেন। গোলের মুহূর্তে স্টেডিয়াম উল্লাসে ভরে ওঠে, দর্শকরা আনন্দে ফেটে পড়ে।

তবে জয়ের আনন্দের সঙ্গে এসেছে এক অনাকাঙ্ক্ষিত খবর। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নামার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা। এ জরিমানা পরিশোধের জন্য বাফুফেকে এক মাস সময় দিয়েছে এএফসি।

বাংলাদেশের জন্য এটি নতুন ঘটনা নয়। এর আগে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও একই কারণে বাফুফেকে জরিমানা করা হয়েছিল। যদিও হংকং ম্যাচে এমন কোনো ঘটনা ঘটেনি।

যদিও ভারত ও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল, এই ম্যাচ ছিল দুই দেশের মর্যাদা রক্ষার লড়াই। দীর্ঘ ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার ক্ষুধা নিয়েই বাংলাদেশ মাঠে নামেছিল। মাত্র ১১ মিনিটে রাকিব হোসেনের চমৎকার এক দৌড় এবং মোরসালিনের নিখুঁত সমন্বয়ে গোলটি গড়া হয়। সেই লিড ধরে রেখে বাংলাদেশ শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিশ্চিত করে, যা দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত