ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

আগামীকাল শুরু হচ্ছে জাবির ভর্তি পরীক্ষা, মানতে হবে ৯ নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ২০ ১৪:২৮:৩২

আগামীকাল শুরু হচ্ছে জাবির ভর্তি পরীক্ষা, মানতে হবে ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। এইবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির প্রতিযোগিতায় অংশ নেবেন। ভর্তি পরীক্ষার প্রক্রিয়ার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় ৯ দফা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনাসমূহ:

১. ওএমআর ফরম অবশ্যই সাধারণ কালো বলপেন ব্যবহার করে পূরণ করতে হবে। ভুলভাবে পূরণ করা ফরম বাতিল গণ্য হবে এবং যৌক্তিক কারণ ছাড়া অতিরিক্ত ফরম দেওয়া হবে না। ফরম ভাঁজ, কাটাকাটি, দাগ দেওয়া, ষ্টেপলার বা Pin-up করা, ফরমে পানি ফেলা নিষিদ্ধ।

২. রোল নম্বর, শিফট ও প্রশ্নপত্রের সেট কোড ইংরেজিতে যথাযথ ঘরে লিখতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।

৩. পরীক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমে পরীক্ষার আসন ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পারবেন।

৪. পরীক্ষার সময়সূচি অনুযায়ী ন্যূনতম ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

৫. ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে বহন করা যাবে না। সময় দেখার জন্য কক্ষে ঘড়ির ব্যবস্থা থাকবে।

৬. পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কেউ ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

৭. ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ju-admission.org-এ প্রকাশিত হবে।

৮. পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র থাকতে হবে।

৯. ঢাকা শহর থেকে জাবি ক্যাম্পাস ৩০ কিলোমিটার দূরে। তাই ঢাকা ও অন্যান্য দূরবর্তী স্থান থেকে আসা পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেন যানজট ও অন্যান্য অপ্রত্যাশিত সমস্যায় পড়তে না হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত