ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি হলেন রাফাত উল্লাহ

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:০৭:৪৭

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি হলেন রাফাত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. রাফাত উল্লাহ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এ নিয়োগের মেয়াদ হবে আগামী তিন বছর।

নতুন দায়িত্ব নেওয়ার আগে মো. রাফাত উল্লাহ খান একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৩১ বছরের বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে মো. রাফাত উল্লাহ খানের। ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর পেশাজীবনের যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ব্যাংকে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে সুনামের সঙ্গে কাজ করেছেন।

কর্মজীবনে তিনি ব্যাংকিংয়ের নানামুখী শাখা পরিচালনার পাশাপাশি প্রধান কার্যালয়ে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্টসহ ইসলামী ও প্রচলিত—উভয় ধরনের ব্যাংকিং নীতি প্রণয়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষাজীবনে মো. রাফাত উল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তাঁর নেতৃত্বে আল-আরাফাহ ইসলামী ব্যাংক আগামী দিনে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত