ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ঢাবির মুজিব হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৪৫:৫৯

ঢাবির মুজিব হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের প্রধান ফটকে নতুন নামের ব্যানার টানিয়ে এই ঘোষণা দেন হল সংসদের নেতারা।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, নাম পরিবর্তনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছিল। এতে হলের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। এর ভিত্তিতেই গতকাল রাতে হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা ব্যানার টানানো হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগেও আমরা দুই দফা উপাচার্যের কাছে নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।’

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, আগামী সিন্ডিকেট সভায় যেন এই বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং আনুষ্ঠানিকভাবে হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত