ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হাদি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:০৩:৪০

হাদি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সমাজে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার ‘অকুতোভয় যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে হাদির সংগ্রামী ভূমিকা দেশের তরুণদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শরিফ ওসমান হাদির সাহসী ভূমিকা আমাদের সমাজ ও দেশের জন্য অমূল্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তার এই অকাল মৃত্যুতে সমাজ ও রাষ্ট্রের যে ক্ষতি হলো, তা অপূরণীয়।’

উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত