ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

যে কারণে আজকের ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৪৮:৩৮

যে কারণে আজকের ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণবশত ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আয়োজিত সিনিয়র অফিসার পদের (জব আইডি–১০২২০) ১৯ ডিসেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গতকাল রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে। এর ফলে দূরপাল্লার যানচলাচল ব্যাহত হওয়ায় অনেক পরীক্ষার্থী ঢাকায় পৌঁছাতে পারেননি বা কেন্দ্রে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চাকরিপ্রত্যাশীরা উদ্বেগ প্রকাশ করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত