ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ঘোড়াশাল আইসিডি প্রকল্পের কাজ পেল শাশা ডেনিমস

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৪৬:৫৮

ঘোড়াশাল আইসিডি প্রকল্পের কাজ পেল শাশা ডেনিমস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস পিএলসি যৌথ উদ্যোগ চুক্তির মাধ্যমে ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) উন্নয়ন প্রকল্পের কাজ লাভ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রকল্পটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এলাকায় বাস্তবায়িত হচ্ছে।

বিশাল প্রকল্পটি নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর (ডিবিএফওএমটি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিতে এটি পরিচালিত হবে। এই লক্ষ্যে একটি নতুন কোম্পানি গঠন করা হবে, যেখানে শাশা ডেনিমস ও তাদের অন্যান্য অংশীদারদের শেয়ারধারণ কাঠামো নির্ধারিত হবে। লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) এর শর্তগুলো পূরণ করার পর নতুন কোম্পানিটি রেলপথ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সই করবে।

আর্থিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছর-এর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যা গত অর্থবছর-এর একই সময়ে ছিল ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সায়। এর আগে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর-এর জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। ওই অর্থবছর শেষে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা এবং এনএভিপিএস ছিল ৪১ টাকা ৮৪ পয়সা।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০টি। শেয়ার ধারণের বিন্যাস অনুযায়ী, ৪৪.৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৩৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১.২৩ শতাংশ শেয়ার রয়েছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত