ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
২৪ সালের প্রার্থীদের নিষিদ্ধে ইসির হস্তক্ষেপ চায় বৈষম্যবিরোধীরা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দাবী জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হোক। এ দাবির অংশ হিসেবে তারা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি বৈঠক করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটি এই দাবি জানায়।
সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, “২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল, তারা যেন ২৬ সালের নির্বাচনে প্রার্থী হতে না পারে সেই উদ্দেশ্যে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। বর্তমান নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষরা জীবন সংকটে, আর পলাতকরা বিদেশ থেকে হত্যার নীলনকশা করছে। আমরা কঠোর কর্মসূচি নেব।”
তিনি আরও বলেন, “পলাতক ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর অবস্থান নেবে। হামলা ও রক্তের জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে, আর রাজনৈতিক দলগুলোও তাদের সাপোর্টে অস্থির হয়ে উঠেছে।”
সংঘটনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, “২৪ সালের নির্বাচনে অনেকে আওয়ামী লীগের বাইরে থেকেও এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনে গণহত্যা সমর্থন করেছেন। তাই ওই নির্বাচনের প্রার্থীরা যেন ২৬ সালের নির্বাচনে অংশ নিতে না পারে, সেটিই আমাদের লিগ্যাল নোটিশের লক্ষ্য।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল