ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
হাদির অবস্থা এখন ‘টাইম উইন্ডোতে’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটজনক রয়েছে। চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নে জানানো হয়েছে, তার অবস্থা অপরিবর্তিত এবং তিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।
ডা. আহাদ জানান, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে।
সিঙ্গাপুরে নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন এখনো অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি মস্তিষ্কে ফোলা বা ইডেমা কমেনি। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ সৃষ্টি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
হাসপাতাল সূত্রে ডা. আব্দুল আহাদ আরও জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরেও কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি কিংবা অবনতি লক্ষ্য করা যায়নি।
চিকিৎসকদের মতে, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ থাকে, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে পরবর্তী অবস্থার সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেটির ওপর এখন চিকিৎসকদের নজর কেন্দ্রীভূত।
ডা. আহাদ জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানেও আগের মতোই রক্তের উপস্থিতি পাওয়া গেছে। এই জটিলতার কারণেই বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই বিষয়টি বিবেচনায় রেখেই শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্ট করে বলেন, হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে এমন কোনো তথ্য সঠিক নয়। বর্তমানে তার অবস্থা স্ট্যাটিক রয়েছে এবং জ্ঞান ফিরে আসা নিয়ে এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
তবে চিকিৎসকরা জানান, চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। সেই আশাতেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং গুজব বা অনুমানভিত্তিক তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)