ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

তফসিল প্রত্যাখ্যান, কিন্তু নির্বাচনমুখী আওয়ামী লীগ?

২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:৫৬:০৮

তফসিল প্রত্যাখ্যান, কিন্তু নির্বাচনমুখী আওয়ামী লীগ?

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত ও বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে। তবে তফসিল প্রত্যাখ্যান করলেও দলটি নির্বাচন বয়কটের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দলটির শীর্ষ নেতাদের দাবি, তারা নির্বাচনমুখী দল এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

বর্তমানে ভারতে অবস্থানরত দলটির সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বিবিসি বাংলাকে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ‘অসাংবিধানিক’ এবং তাদের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচন ‘অবৈধ’। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা জনগণ প্রত্যাখ্যান করবে। দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন আয়োজন প্রহসন ছাড়া কিছু নয়।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী, তাই তারা বয়কটের পথে হাঁটছে না। তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং দলের নিবন্ধন বাতিল করে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা অবশ্যই অংশ নিতে চাই।’

সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট নয়, বরং এই অবৈধ প্রক্রিয়াকে প্রতিহত করার কথা বলছি। আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দূরে সরিয়ে রাখা হয়েছে।’

এদিকে, একতরফা নির্বাচনের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন ওবায়েদুল কাদের। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেও ভারতের নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে, যেখানে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং ভার্চুয়ালি দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত