ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

৩৮ জন নেতা-কর্মীকে বহিষ্কার করল বিএনপি

২০২৬ জানুয়ারি ২৮ ২১:১০:৩৭

৩৮ জন নেতা-কর্মীকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জেলার ৩৮ জন নেতা-কর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা থেকে বহিষ্কৃত হয়েছেন— জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সেলিনা আক্তার বিনা। এছাড়া সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে বহিষ্কার করা হয়েছে।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী এবং ইয়াজ্জেম হোসেন রোমানকে বহিষ্কার করা হয়েছে। শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম এবং সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লাও বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মো. আছিফ তুহিন গাজী এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে সবচেয়ে বেশি নেতা-কর্মী বহিষ্কৃত হয়েছেন। তারা হলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট সাখায়েত লিটন, মমিন উল্লাহ চেয়ারম্যান, মির্জা মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম এবং গোলাম হোসেন খোন্দকার।

উপজেলা বিএনপির সদস্যদের মধ্যে বহিষ্কৃত হয়েছেন— ওবায়দুল হক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ এবং মাস্টার দলিলুর রহমান।

সেনবাগ পৌর বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে— যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন এবং সদস্য মহিন উদ্দিন কমিশনার ও শহীদ উল্যা হেলালকে।

এদিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব শফিকুল হাসান রতনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বহিষ্কার আদেশ বলবৎ থাকবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত