ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
১২ ফেব্রুয়ারিতে বিএনপি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-১ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা আরও জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে।
তিনি বলেন, জনগণের ব্যাপক সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যেখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হবে সাধারণ মানুষ। ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করবে। প্রত্যেক নাগরিক নিজের পছন্দ অনুযায়ী প্রার্থী বেছে নিতে পারবে—এটাই প্রকৃত গণতন্ত্র।
বুধবার (২৮ জানুয়ারি) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একাধিক পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে আর কোনো মাকে সন্তানের নিখোঁজ হওয়ার আতঙ্কে দিন কাটাতে হবে না। ভবিষ্যতে যেন আর কখনো গুমের মতো নির্মম শব্দ শুনতে না হয়—এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তাদের মর্যাদা নিশ্চিত করাও বিএনপির অঙ্গীকার।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাহারবিল ইউনিয়নের পাঁচটি স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপির এই নেতা। পরে বিকেলে তিনি পূর্ব বড় ভেওলা এলাকায় প্রচারণায় অংশ নেন।
তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন পরিকল্পনা যদি জনগণের পছন্দ হয়, তাহলে তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণ যাকে উপযুক্ত মনে করবে তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার নিজের জীবনও একসময় হুমকির মুখে পড়েছিল। এক সময় দেশে মুক্তভাবে কথা বলার পরিবেশ ছিল না। তবে এবার জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলেই তিনি বিশ্বাস করেন।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রচারণায় অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস