ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে: রুমিন ফারহানা

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:২০:১৫

কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের সতর্ক করে বলেছেন, “আপনার ভোট অনেক মূল্যবান। সে ভোট আপনার সন্তানের এবং এলাকার ভবিষ্যৎ। যদি কেউ ভোট কিনতে চায় তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি বলে কিছু নাই।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো প্রকার কারচুপির চেষ্টা সফল হবে না হুঁশিয়ারি দিয়ে রুমিন ফারহানা বলেন, “কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।”

নিজের নির্বাচনি প্রতীক ‘হাঁস’ মার্কার পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, “হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক।”

এ সময় তিনি ৫ আগস্ট-পরবর্তী স্থানীয় পরিস্থিতির সমালোচনা করে বলেন, “৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে। টাকা দিলে মামলা তুলবো বলছে। টাকা না দিলে মামলায় নাম দিবে বলেছে। আপনারা কি আবারও এ অপশন চান?”

বক্তব্যের শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি কিন্তু কারও ওপর কোনো জুলুম করিনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নাই।”

জনসভায় এলাকার বিপুল সংখ্যক ভোটার ও রুমিন ফারহানার সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে বেশ সক্রিয়ভাবে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত