ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

হাদিকে হ'ত্যাচেষ্টা ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত: মির্জা ফখরুল

২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:৩৯:২৩

হাদিকে হ'ত্যাচেষ্টা ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনাকে পরাজিত ফ্যাসিস্ট শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার ইঙ্গিত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চলছে, যা তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘হাদিকে হত্যার চেষ্টার মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিতে চাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ষড়যন্ত্র করছে। তবে তারা সফল হবে না।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে দুটি শক্তি রয়েছে। একটি উদার গণতন্ত্রপন্থি শক্তি, আর অন্যটি পিছিয়ে পড়া শক্তি যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়। ১৯৭১ সালের মতো সেই অপশক্তি আবার জেগে উঠছে এবং ভান করছে যেন তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। কিন্তু আমরা নতুন করে কোনো ফ্যাসিস্ট শক্তিকে জাগতে দেব না।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘মুক্তিযুদ্ধ একটাই হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। যারা এখন মুক্তিযুদ্ধকে খাটো করতে চায় এবং ধর্মের নামে বিভাজন তৈরি করে, তাদের অতীত ইতিহাস সুখকর নয়। অন্যদিকে বিএনপির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।’

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত