ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
জামায়াতে যোগ দেওয়ার কারণ জানালেন আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সাম্প্রতিক বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে। নতুন দলের সঙ্গে যুক্ত হতেই তিনি সাংবাদিকদের জানান, জামায়াত একটি দেশপ্রেমিক দল।
শনিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আখতারুজ্জামান। এক সময় জামায়াতের তীব্র সমালোচক এই মুক্তিযোদ্ধা সেখানে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে আখতারুজ্জামান তিন নম্বর সেক্টরের কমান্ডার মেজর কে এম শফিউল্লাহর অধীনে যুদ্ধ করেছিলেন।
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আখতারুজ্জামান বলেন, বিএনপির কথার সঙ্গে ইতিহাসের মিল নেই। তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের হত্যায় জড়িত ছিল’ এই বক্তব্য তিনি মিথ্যা হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ করি নি। বিএনপি একের পর এক ভুল তথ্য ছড়াচ্ছে। এ কথার প্রতিবাদে আমি জামায়াতের সঙ্গে যুক্ত হলাম। জামায়াত দেশদ্রোহী নয়, এটি একটি দেশপ্রেমিক দল।”
বিএনপি নীতিনির্ধারকদের সমালোচনা করে আখতারুজ্জামান বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীকে সঙ্গী না করার জন্য আমি দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা ওই সময়ে আমার কথা শোনেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেও জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আবার জোটবদ্ধ হয়েছিল এবং সরকারও গঠন করেছিল।
তিনি উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, তাদের নেতাদের ফাঁসিতেও ঝুলিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঠিক যেমন বিএনপি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছে।’ আখতারুজ্জামান বলেন, ৫ আগস্টের পর দেশের ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে একত্রে এগিয়ে যেতে হবে, কিন্তু বিএনপি বিভক্তির রাজনীতি শুরু করেছে।
সাবেক সংসদ সদস্য বলেন, “বিএনপি এখন মুক্তিযুদ্ধের কথায় কথা বলছে, যা ভালো। আমি নিজেও মুক্তিযোদ্ধা। তবে আমরা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, জামায়াতের সঙ্গে নয়। তাহলে কেন এত ঝগড়াঝাঁটি হচ্ছে? বিএনপি কাদের স্বার্থে জামায়াতের বিরুদ্ধে কথা বলছে?”
তিনি আরও বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির নেতারা কেন এত পাগল হয়ে যান, আমি তা বুঝতে পারি না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন