ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

‘হাদির ওপর হামলা মানে দেশের গণতন্ত্রে হামলা’

২০২৫ ডিসেম্বর ১৩ ১৩:০৩:২২

‘হাদির ওপর হামলা মানে দেশের গণতন্ত্রে হামলা’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখে, এবং পরের দিনেই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা সংঘটিত হয়েছে। হামলার ধরন থেকে বোঝা যায় এটি পেশাদারভাবে পরিকল্পিত।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব এবং সুদৃঢ় করব। রাজনৈতিক বিতর্ক অবশ্যই হবে, তবে আমরা ঐক্য নষ্ট না করার শর্তে সেই বিতর্ক পরিচালনা করব। আমাদের লক্ষ্য হলো জুলাই-২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা এগিয়ে নেওয়া এবং জনআকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা।”

তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এই ধরনের হামলা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করতে পারবে না। আমরা তা প্রতিহত করব।”

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হওয়া বুলেট তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানে এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত হয়। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এই সময়ের মধ্যে কোনো নতুন চিকিৎসা দেওয়া হবে না।

ডা. সায়েদুর রহমান আরও জানান, হাদি বর্তমানে ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত