ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

২০২৫ ডিসেম্বর ১৩ ১১:৩৩:৫৩

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এই দাবি উত্থাপন করেছেন।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাহিম ফারুকী। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতেই ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। তাই নির্বাচন ঠেকাতেই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার কারণেই হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আমরা তার পদত্যাগ দাবি করছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি।

ফাহিম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে না ছাড়লে আমরা ঘরে ফিরবো না।

হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গে তিনি জানান, শরিফ ওসমান হাদি এখনো নিঃশ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তারা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে চান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বেরিয়ে গিয়ে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমে গুরুতর ক্ষতি করেছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। তার মতে, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ সময় নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না। তিনি আরও জানান, হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত