ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গুলি করে হাদিকে’

২০২৫ ডিসেম্বর ১২ ১৫:৪৮:১৩

‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গুলি করে হাদিকে’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন সূত্র যাচাই করছে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, তারা খবর পেয়েছেন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তবে প্রথমদিকে কোথায় ঘটনাটি ঘটেছে তা জানা যাচ্ছিল না।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি কাছে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান।

হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর তারা লিফলেট বিলির কর্মসূচিতে ছিলেন। কর্মসূচি শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে সবাই একসঙ্গে খাবার ও আলোচনা করার পরিকল্পনা ছিল। ঠিক তখনই তারা জানতে পারেন হাদির ওপর হামলা হয়েছে।

ঢামেকে বর্তমানে হাদির জন্য ‘বি নেগেটিভ’ রক্ত সংগ্রহের চেষ্টা করছেন তার সহকর্মীরা। হাসপাতালের জরুরি বিভাগে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকেরা দ্রুত রক্ত জোগাড়ের নির্দেশ দিয়েছেন। ফলে জরুরি বিভাগের সামনে ভিড় বাড়তে থাকে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, “ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে নিজের ফেসবুকে হাদি লেখেন ঢাকা-৮ আসনে তার পোস্টার-ফেস্টুন না থাকায় ছেঁড়া-ছিঁড়ির চাপ নেই; তখন তিনি দুদকের সামনে অবস্থান করছিলেন।

এর আগেও তিনি হুমকির বিষয়টি প্রকাশ করেছিলেন। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের ভয় দেখানোর অভিযোগ তিনি করেছিলেন।

এক পোস্টে হাদি লিখেছিলেন গত তিন ঘণ্টায় আওয়ামী লীগের ‘খুনি চক্র’ পরিচয়দানকারী ব্যক্তিরা বিদেশি নম্বর থেকে একের পর এক কল ও টেক্সট পাঠিয়েছে। তাদের দাবি—তিনি সর্বক্ষণ নজরদারিতে আছেন, তার বাসায় আগুন দেওয়া হবে এবং তাকে হত্যা করা হবে।

ফেসবুকে প্রকাশিত ওই পোস্টে তিনি জানান, বিদেশি নম্বর থেকে আসা কল ও মেসেজে তার জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে যে হুমকিগুলো দেওয়া হয়েছে, তা নিয়ে তিনি উদ্বেগে থাকলেও ‘পিছু হটবেন না’। তার দাবি, এসব হুমকি চলমান রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ভয়ভীতি প্রদর্শনের অংশ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত