ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
অনুষ্ঠিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় ১১টা ১৫ মিনিটে।
পরীক্ষা চলাকালে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে পরীক্ষা পরিচালনার অগ্রগতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রথমে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্র এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিবও ঢাকা কলেজ কেন্দ্র পর্যবেক্ষণ করেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ শিক্ষার্থী এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। আগের মতো এবারও আবেদনকারীর সংখ্যা আর আসনের তুলনায় প্রতিযোগিতা অত্যন্ত তীব্র।
নম্বর বণ্টন ও কাঠামো
লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০ এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়।
মোট আসন সংখ্যা
সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫,৬৪৫ এর মধ্যে এমবিবিএস ৫,১০০ ও বিডিএস ৫৪৫। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে আসন ৭,৪০৬ এমবিবিএস ৬,০০১ ও বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে মোট আসন রয়েছে ১৩,০৫১টি, যার মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।
পুনর্বিন্যাসে সরকারি ১৪ মেডিকেল কলেজে ৩৫৫টি আসন কমেছে এবং তিনটি কলেজে বাড়ানো হয়েছে ৭৫টি। নিট হিসাবে সরকারি কলেজে কমেছে ২৮০ আসন। বেসরকারি ৬৬ মেডিকেল কলেজে কমেছে আরও ২৯২টি আসন।
গত বছর এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা নেওয়া হয়েছে এক মাসেরও বেশি আগেই। সংশ্লিষ্ট দপ্তর জানায়, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?