ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আজ আবু সাঈদ হ'ত্যা মামলায় সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার নতুন করে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি উপস্থাপন করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু করবে। প্যানেলের অন্য দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আবু সাঈদ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে কয়েক দফায় সম্পন্ন হয়েছে। সর্বশেষ ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হওয়ায় পরবর্তী দিনে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক সূচনা হয় ২৮ আগস্ট, যখন আবু সাঈদের বাবা মকবুল হোসেন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন। ওই দিনই একজন সাংবাদিকও সাক্ষ্য প্রদান করেন। মামলায় মোট ৬২ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।
৩০ জনের বিরুদ্ধে ফর্মাল চার্জ গৃহীত হওয়ার পর ২৭ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
যদিও ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী শুনানি পরিচালনা করছেন।
৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নেয় এবং এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয়। এরপর প্রতিটি আসামির পক্ষে পৃথক শুনানি অনুষ্ঠিত হয়, যা থেকে বিচারিক প্রক্রিয়া বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে পৌঁছেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন