ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
দিল্লি বা পিন্ডির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে না: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিগত গণঅভ্যুত্থানের পর দেশের এলোমেলো পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দলটি আধিপত্য বিস্তারের অপচেষ্টা করছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, “১৯৭১ সালে জামায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, হানাদার বাহিনীর সঙ্গে মিলে গণহত্যা চালিয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরেও তারা কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি এবং নিজেদের স্বভাব পরিবর্তন করে বাংলাদেশপন্থী হতে পারেনি। স্বাধীন দেশে বসে দিল্লি, পিন্ডি, তুর্কি বা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”
বিএনপির এই নেতা আরও বলেন, ইসলামে স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ জামায়াত ইসলামের দোহাই দিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছিল। তিনি দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক হওয়ায় অন্য যেকোনো দলের চেয়ে বিএনপিতেই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ও ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সমর্থন করবে না। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব এক্সিবিউশন বনোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল