ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ বেগম রোকেয়া: মির্জা ফখরুল

২০২৫ ডিসেম্বর ০৮ ১৮:৫০:২০

নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ বেগম রোকেয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্বাস করতেন শিক্ষাই নারীকে স্বমহিমায় অভিষিক্ত করবে এবং আত্মনির্ভরশীল করে তুলবে।

আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস (জন্ম ও মৃত্যুবার্ষিকী)। এ উপলক্ষ্যে সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মহীয়সী এই নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মির্জা ফখরুল বলেন, “বেগম রোকেয়া নারী সমাজের অগ্রগতির জন্য শিক্ষাকে বাস্তব ও অপরিহার্য বলে মনে করতেন। তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল নারীর ভাগ্য উন্নয়ন এবং তাদের মাঝে শিক্ষার বিস্তার ঘটানো। বেগম রোকেয়ার জীবন ও আদর্শ বাস্তবায়নই এদেশের নারী সমাজকে আলোকিত করতে প্রেরণা জোগাবে।”

বাণীতে তিনি আরও বলেন, বেগম রোকেয়ার প্রদর্শিত পথই আজকের নারী সমাজকে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। তিনি মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত