ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না এমপিও শিক্ষকরা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:০৫:১৯

সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা ইতিমধ্যেই সাংবাদিকতা, আইন পেশা বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করে আসছিলেন। দীর্ঘদিন এ ধরনের কার্যক্রমে কোনো আইনি বাধা ছিল না, ফলে মফস্বলেও এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন পেশায় জড়িত ছিলেন।

তবে নতুন এমপিও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষকরা কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকতে পারবেন না। আর্থিক লাভজনক পেশার মধ্যে সাংবাদিকতা, আইন পেশা এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কর্ম সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারা ‘ক’ ও ‘খ’-তে এই নির্দেশনা স্পষ্টভাবে বলা হয়েছে।

নীতিমালার ১১.১৭-এর ‘ক’ ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক পদে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকলে তা নিষিদ্ধ। এ ধরনের লঙ্ঘন প্রমাণিত হলে সরকার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

‘খ’ বিধিতে বলা হয়েছে, আর্থিক লাভজনক পদ বলতে সরকার প্রদত্ত বেতন, ভাতা, সম্মানীসহ বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা বা আইন পেশায় কর্মসংস্থানের বিনিময়ে প্রদত্ত যে কোনো অর্থ বোঝানো হয়েছে।

একজন অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় থেকে নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘এখানে সাংবাদিকতাকে টার্গেট করা হয়নি। সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন, ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা এবং ঈদ বোনাসসহ অন্যান্য ভাতা পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং এমপিও নীতিমালায় নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষকরা কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকবেন না। যারা নীতিমালা লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত