ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: গোলাম পরওয়ার

২০২৫ ডিসেম্বর ০৮ ১৪:৫৪:১৮

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার বলেছেন, এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি জানিয়েছেন, দল কোনো অনাস্থা প্রস্তাব করেনি এবং তারা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখছে।

এদিন মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বৈঠকে তফসিল ঘোষণা সংক্রান্ত স্পষ্ট সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের বিষয়, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার জানান, কমিশন এই বিষয়ে কিছু বলেনি, তবে আগে তারা জানিয়েছিল যে এটি ব্যয়বহুল প্রকল্প।

জামায়াতের এই নেতা আরও উল্লেখ করেন, ‘একটি দল প্রচারের সময় হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণা হলে এমন ঘটনা নিয়ন্ত্রণের জন্য ইসি কী ধরনের ব্যবস্থা নেবে, তা নিয়েও আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তা রিপোর্ট করব; ইসি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’

তিনি শেষ করেন, ‘আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল; তাই আমরা এসেছি। নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা রয়েছে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত