ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষকদের বদলি নিয়ে তিন প্রস্তাব

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৩৪:১৯

শিক্ষকদের বদলি নিয়ে তিন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তিন ধরনের প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে যেকোনো একটি চূড়ান্ত অনুমোদনের পর সংশোধীত বদলি নীতিমালা জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে, প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-

  • বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষক,
  • এনটিআরসিএর সনদধারী শিক্ষক, এবং
  • এমপিওভুক্ত সব শিক্ষক।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, “সংশোধীত বদলি নীতিমালায় এই তিনটি ধারা রাখা হয়েছে। শিক্ষা সচিব যেটি চূড়ান্ত করবেন, তার ভিত্তিতেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলি কার্যক্রম পরিচালনা করবে।”

এ বিষয়ে তিনি আরও জানান, অধিকাংশ কর্মকর্তার মতামত ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার পক্ষে, তাই এই প্রস্তাব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

জানা গেছে, এনটিআরসিএ সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পূর্বে বদলির সুযোগ ছিল না। শুধুমাত্র গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয়, তবে নীতিমালা সংশোধন, রিট ও সফটওয়্যার প্রস্তুতির কারণে কার্যক্রম শুরু হয়নি। সংশোধীত নীতিমালা জারি হলে, আগামী বছরের মার্চ মাসে বদলি কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত